Current Affairs Questions: September 2019

Current Affairs Questions and Answers in Bengali: September 2019. Read September, 2019 full month most important current affairs questions and answers with explanations in Bangla. 2019 সালের সেপ্টেম্বর মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স জিকে প্রশ্ন ও উত্তর । কারেন্ট অ্যাফেয়ার্স 2019

1. চিকুনগুনিয়া ও ডেঙ্গুর সচেতনতার জন্য কোন রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল 10 সপ্তাহ ব্যাপি ক্যাম্পেন লঞ্চ করলো?
(A) মুম্বাই
(B) নিউ দিল্লি
(C) দমন ও দিউ
(D) অসম

Ans- (B) নিউ দিল্লি(এর টাইটেলের নাম ” 10 Hotta, 10 Baje,10 Minute, 10 Ravivar, Dengue Per War. Chief Minister of Delhi: Arvind Kejriwal and Governor Anil Baijal)।

2. “UEFA’s Player of the year Award 2019″(Male) সম্প্রতি কে পেলেন?
(A) ক্রিশ্চিয়ানো রোনালদো
(B) লিওনেল মেসি
(C) ভার্জিল ভ্যান ডিজক
(D) এমবাপে
Ans- (C) ভার্জিল ভ্যান ডিজক (ইনি লিভার পুল ক্লাবের একজন ফুটবলার)। UEFA,s Player of the Year Award (Female) হয়েছেন লাকি ব্রঞ্জ)

3. সম্প্রতি কোন রাজ্য Dindigul Locks এবং Kandangi Sarees কে GI ট্যাগ প্রদান করলো??
(A) তামিলনাডু
(B) অন্ধ্রপ্রদেশ
(C) কেরালা
(D) হরিয়ানা
Ans- (A) তামিলনাডু

4. Shooting World Cup 2019 এর 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে(Male) সোনা পেলো?
(A) সৌরভ চৌধুরী
(B) নিতাই চৌহান
(C) অভিনব বিন্দ্রা
(D) অভিষেক ভার্মা
Ans-(D) অভিষেক ভার্মা (এছাড়াও এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে সৌরভ চৌধুরী।এটি অনুষ্ঠিত হয়েছিল রিও ডি জেনোরতে।এটি ব্রাজিলের জিও ডি জেনেইরো শহরে অনুষ্ঠিত হল। (Elavenil Valarivan win gold is the Women’s 10m Air Rifle event of the world cup at Rio de Janeiro)।

5. ” International Day of the Victims of Enforced Disappearances”-কবে পালিত হয়?
(A) 27 August
(B) 28 August
(C) 29 August
(D) 30 August
Ans- (D) 30 August( এটি পালন করে United Nations)
Secretary General of the United Nations : Antonio Guterres। এর হেড কোয়ার্টার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।এটি প্রতিষ্ঠিত হয়েছিল 24 সে অক্টোবর 1945 সালে)।

6. সম্প্রতি বিখ্যাত টলিউড অভিনেতা নিমু ভৌমিক মারা গেলেন। ইনি শেষ কোন সিনেমাতে অভিনয় করেছিলেন?
(A) মঙ্গল দ্বীপ
(B) জনম দুখিনির ঘর
(C) দশ মাস দশ দিনের গল্প
(D) লোফার
Ans- (C) দশ মাস দশ দিনের গল্প

7. সম্প্রতি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর একটি বই লঞ্চ করা হলো, যার নাম–“Obama : The Call of History”-বইটির লেখক কে?
(A) পিটার বেকার
(B) পিটার পার্কার
(C) স্টিভ জোন্স
(D) এরিক জোন্স
Ans- (A) পিটার বেকার

8. “Government e- Market Place”- সম্প্রতি কোন সংস্থার সাথে “MOU” (Memorandum Of Understanding)চুক্তি করলো?
(A) SBI
(B) SIDBI
(C) RBI
(D) HDFC
Ans- (B) SIDBI ( SIDBI এর পুরোনাম Small Industry’s Development Bank of India)। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1990 সালে এর হেড কোয়ার্টার রয়েছে উত্তরপ্রদেশের লখনৌতে।
CEO of Gem Talleen Kumar and Chairman of SIDBI : Mohammad Mostafa)।

9. সম্প্রতি ভারতের Environment মন্ত্রক 27 টি রাজ্যের জন্য কত টাকা ট্র্যান্সফার করলো বৃক্ষ রোপনের জন্য?
(A) 47,896 কোটি টাকা
(B) 46,437 কোটি টাকা
(C) 47,436 কোটি টাকা
(D) 45,436 কোটি টাকা
Ans- (C) 47,436 কোটি টাকা(বর্তমানে ভারতের Environment এবং Forest and Climate change Minister রয়েছেন প্রকাশ জাভরেকর)

10. সম্প্রতি ভারতের HRD (Human Resources Development) মন্ত্রী বিশ্বের বৃহত্তম Integrated online Junction স্কুল শিক্ষার জন্য”Shagun”-কোথায় লঞ্চ করলেন?
(A) মুম্বাইতে
(B) নিউ দিল্লিতে
(C) কানপুরে
(D) ফরিদাবাদে
Ans- (B) নিউ দিল্লিতে(বর্তমানে ভারতের HRD মন্ত্রী রয়েছেন রমেশ পোখরিয়াল নিশংক।(Shagun is coined from two different words – “Shala” meaning Schools and “Gunvatta” -Meaning Quality)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.