18 January, 2018
“শিল্প সম্মেলনের” নামে সার্কাস চলছে নিউটাউনেː- দিলীপ ঘোষ ৷
Posted in : রাজ্য on by : admin Tags: bjp, by election, dilip ghosh, tmc
তিনি বলেন দিদিমনি বলছেন রাজ্যে নাকি ১২লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে ! আমি গ্যারান্টি দিয়ে বলছি ১২০০০ কোটি টাকাও বিনিয়োগ হবে না ৷ এসবই আসলে ভাওতাবাজি ৷ দিদিমনিকে আসলে কোন শিল্পপতিই বিশ্বাস করেন না ৷ দিদির ভাইয়েরাই ওনাকে বিশ্বাস করেন না তো শিল্পপতিরা কি করে বিশ্বাস করবেন ! তিনি আরো বলেন এখনো পর্যন্ত উনি শিল্প আনতে লন্ডন, সিঙ্গাপুর , জার্মানিসহ অনেক দেশ ভ্রমণ করেছেন কিন্তু রাজ্যে একটি শিল্পও আসেনি ৷ দিদি আসলে ওয়েস্ট বেঙ্গল কে এখন waste (বাতিল) বেঙ্গলে পরিণত করেছেন ৷
উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন উপনির্বাচনকে সুষ্ঠভাবে করতে দিন তাহলে দুটি কেন্দ্রেই বিজেপি জিতবে ৷ দিদির ভাইয়েরা ভোটারদের ভয় দেখিয়ে ভোটার কার্ড কেড়ে নিয়ে সুষ্ঠভাবে ভোট করতে দেয়না ৷ দিদি নিশ্চত করুন যে এখানে ফেয়ার ইলেকশন হবে তাহলে আমরাও কেন্দ্রীয় বাহিনী চাইব না ৷ কিন্তু আমি জানি দিদির সেই সৎসাহস নেই ৷ রাজ্যে একটাও ফেয়ার ইলেক্শন হয় না ৷ নোয়াপাড়া এবং উলুবেড়িয়া এই দুটি কেন্দ্রে সুষ্ঠভাবে নির্বাচন হলে দিদি টের পাবেন কত ধানে কত চাল ৷
নিয়মিত খবর পড়তে এখানে ক্লিক করে লাইক করুন আমাদের ফেসবুক পেজ ৷