জানেন ২০১৭ সালে কতজন পাকিস্তানী সেনা নিহত হয়েছে ভারতীয় সেনার হাতে ?

ফটো ফেসবুকের সৌজন্যে

২০১৭ সালের বিভিন্ন ট্যাকটিক্যাল অপারেশন এবং ক্রস বর্ডার  ফায়ারে যে পরিমান পাকিস্তানী সেনা ভারতীয় সেনার হাতে নিহত হয়েছে তা জানলে অবাক হয়ে যাবেন I জম্মুকাশ্মীরের লাইন অব কন্ট্রোলে  বিভিন্ন অপারেশন এবং ক্রস ফায়ারিং এর সময় এই সব পাকিস্তানী সেনারা নিহত হয়েছেন I আজ সেনাবাহিনীর ইন্টেলিজেন্স ব্যুরোর এক রিপোর্টে প্রকাশ করা হয় যে ২০১৭ সালে ১৩৮ জন পাক সেনা নিহত হয়েছেন I অপর দিকে ২৮জন ভারতীয় সেনাও এই সব অপারেশনের সময় শহীদ হয়েছেন l

রিপোর্টে আরো প্রকাশ করা হয় যে পাকিস্তানী সেনা সাধারণত মৃত্যুর এইসব খবর বেশিরভাগ সময়ই প্রকাশ করে না এইসব মৃত্যুর বেশিরভাগকেই  তারা সাধারণত স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেয় l

কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ভারতীয় সেনা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে ক্রস ফায়ার লঙ্ঘনকারী পাক সেনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য l পাকিস্তানী সেনা সাধারণত জঙ্গি অনুপ্রবেশ করানোর জন্য ক্রস ফায়ার করে থাকে তখন ভারতীয় সেনাও এর জবাব দিতে থাকে l কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং একাধিকবার বলেছেন পাক সেনা ইট মারলে ভারতীয় সেনা যেন তার জবাব গোলা দিয়ে দেয় l ভারতীয় সেনাও সেইমতোই কাজ করে যাচ্ছে l

রিপোর্টে আরো বলা হয় ট্যাকটিক্যাল অপারেশন গুলির সময় ১৩৮ জন পাক সেনা গুরুতর আহত হয়েছিলেন এবং আরো প্রায় ১৫৫জন সেনা হালকা আহত হয়েছিলেন l  অন্যদিকে এইসব অপারেশনের সময় প্রায় ৭০জন ভারতীয় সেনা আহত হয়েছিলেন I

প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ২০১৬ সালে ২২১ বার ক্রস ফায়ারিং এর ঘটনা ঘটে যা কিনা ২০১৭ সালে বেড়ে ৮৬০ এ  দাঁড়ায় l

সূত্র থেকে আরো জানা যায় যে পাক সেনার একটি পলিসি রয়েছে যে তাদের কতজন সেনা আহত বা নিহত হয়েছে সেটা প্রকাশ না করা l কারগিলের যুদ্ধের সময়ও তারা নিহত পাক আর্মিদের দেহ নিতে অস্বীকার করে এবং বলে যে এগুলি তাদের সেনা না l

গত ২৫শে ডিসেন্বরও একদল ভারতীয় সেনা এক বাঙালি সেনাকে হত্যার বদলা নিতে বর্ডার ক্রস করে পাকিস্তানে ঢুকে পাঁচজন পাক সেনাকে হত্যা করে l